ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯৮৩
খুতবা চলাকালে কথা বলা বা সালাত আদায় করা
(৯৮৩) ইবন উমার রা. থেকে রাসূলুল্লাহ (ﷺ) এর নামে বর্ণিত, তিনি বলেন, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে তখন যদি ইমাম মিম্বরের উপরে থাকে তাহলে কোনো সালাত নেই এবং কোনো কথা নেই, যতক্ষণ না ইমাম খুতবা শেষ করবে।
عن ابن عمر رضي الله عنه مرفوعا: إذا دخل أحدكم المسجد والإمام على المنبر فلا صلاة ولا كلام حتى يفرغ الإمام
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৯৮৩ | মুসলিম বাংলা