ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯৭৮
খুতবা চলাকালে কথা বলা বা সালাত আদায় করা
(৯৭৮) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তুমি যদি জুমুআর দিনে ইমামের খুতবা প্রদানকালীন তোমার সাথিকে বল, ‘চুপ করো’ তাহলেও তুমি কথা বলে খুতবা নষ্ট করলে ।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إذا قلت لصاحبك يوم الجمعة أنصت والإمام يخطب فقد لغوت
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)