ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯৭৯
খুতবা চলাকালে কথা বলা বা সালাত আদায় করা
(৯৭৯) ইবন আব্বাস রা. ও ইবন উমার রা. থেকে বর্ণিত, তারা জুমুআর দিনে (হুজরা থেকে মিম্বরের উদ্দেশ্যে) ইমামের বের হওয়ার পরে সালাত আদায় এবং কথা বলা অপছন্দ করতেন (মাকরূহ মনে করতেন)।
عن ابن عباس وابن عمر رضي الله عنهم أنهما كانا يكرهان الصلاة والكلام يوم الجمعة بعد خروج الإمام
