ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯৫৯
সালাতুল জুমুআর ওয়াক্ত
(৯৫৯) আনাস ইবন মালিক রা. বলেন, সূর্য যখন ঢলে যেত তখন রাসূলুল্লাহ (ﷺ) জুমুআর সালাত আদায় করতেন।
عن أنس بن مالك رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان يصلي الجمعة حين تميل الشمس
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, রসূল স. শীতের দিনে পশ্চিম আকাশে সূর্য ঢলে যাওয়ার সাথে সাথেই জুমআর নামায আদায় করতেন। আর গরমের দিনে আরো একটু পরে গিয়ে সূর্যের তাপ কমে গেলে আদায় করতেন। অর্থাৎ যোহরের ও জুমআর ওয়াক্ত একই ওয়াক্ত। এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ২/১৪৭)
