ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯৬০
খুতবার বিস্তারিত বিবরণ ও খুতবার পদ্ধতি
(৯৬০) তাবিয়ি ইবন শিহাব যুহরি (১২৪ হি.) বলেন, আমরা জেনেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) শুরুতে মিম্বরের উপরে বসতেন । যখন মুয়াযযিন আযান শেষ করে চুপ করতেন তখন তিনি দাঁড়িয়ে প্রথম খুতবা প্রদান করতেন। এরপর তিনি সামান্য সময় বসতেন। এরপর দাঁড়িয়ে দ্বিতীয় খুতবা প্রদান করতেন। যখন দ্বিতীয় খুতবা শেষ করতেন তখন ইসতিগফার বা ক্ষমা প্রার্থনা করতেন। এরপর নেমে এসে সালাত আদায় করতেন। ইবন শিহাব তিনি যখন দাঁড়াতেন তখন মিম্বরের উপরে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি একটি লাঠি নিয়ে তাঁর উপর ভর দিয়ে দাঁড়াতেন। এরপর আবু বাকর সিদ্দীক রা., উমার ইবনুল খাত্তাব রা. ও উসমান ইবন আফফান রা.ও অনুরূপ করতেন।
عن ابن شهاب قال: بلغنا أن رسول الله صلى الله عليه وسلم كان يبدأ فيجلس على المنبر فإذا سكت المؤذن قام فخطب الخطبة الأولى ثم جلس شيئا يسيرا ثم قام فخطب الخطبة الثانية حتى إذا قضاها استغفر ثم نزل فصلى قال ابن شهاب: فكان إذا قام أخذ عصا فتوكأ عليها وهو قائم على المنبر ثم كان أبو بكر الصديق وعمر بن الخطاب وعثمان بن عفان رضي الله عنهم يفعلون مثل ذلك
