ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯৬১
খুতবার বিস্তারিত বিবরণ ও খুতবার পদ্ধতি
(৯৬১) তাবিয়ি শা'বি (১০৪ হি.) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন জুমুআর দিনে মিম্বরের উপরে উঠতেন তখন সমবেত মানুষদের দিকে মুখ করে বলতেন, 'আস-সালামু আলাইকুম'। আবু বাকর রা. ও উমার রা.ও তা করতেন।
عن الشعبي قال: كان رسول الله صلى الله عليه وسلم إذا صعد المنبر يوم الجمعة استقبل الناس بوجهه فقال: السلام عليكم... وكان أبو بكر وعمر رضي الله عنهما يفعلانه
