ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯৪৬
সফরে সুন্নত-নফল সালাত আদায় করা
(৯৪৬) ইবন উমার রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে গৃহে অবস্থান এবং সফর উভয় অবস্থাতেই সালাত আদায় করেছি । আমি গৃহে অবস্থানের সময়ে তাঁর সাথে যুহর চার রাকআত এবং তার পরে দুই রাকআত সালাত আদায় করেছি। আর আমি সফরে তাঁর সাথে যুহর দুই রাকআত এবং তার পরে দুই রাকআত সালাত আদায় করেছি।
عن ابن عمر رضي الله عنهما قال: صليت مع النبي صلى الله عليه وسلم في الحضر والسفر فصليت معه في الحضر الظهر أربعا وبعدها ركعتين وصليت معه في السفر الظهر ركعتين وبعدها ركعتين
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার রাহ. বলেন, এই হাদীস এবং উপরের হাদীসের সমন্বয় এভাবে হতে পারে যে, সফরের মধ্যে কোথাও অবস্থান গ্রহণ করলে সুন্নাত আদায় করতেন। আর যখন সফরে চলমান অবস্থায় থাকতেন তখন সুন্নাত আদায় করতেন না। এই সকল হাদীস ফরয সালাতের আগে ও পরের সুন্নাত-নফল সম্পর্কে । অন্যান্য সাধারণ নফল বা তাহাজ্জুদ সম্পর্কে বিভিন্ন সহীহ হাদীসে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ (ﷺ) সফরে চলাকালীন সময়েও উটের পিঠের উপর রাতের সালাত বা তাহাজ্জুদ আদায় করতেন। ইতিপূর্বে এ জাতীয় হাদীস উল্লেখ করা হয়েছে ।
