ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯৪৫
সফরে সুন্নত-নফল সালাত আদায় করা
(৯৪৫) তাবিয়ি হাফস ইবন আসিম বলেন, আমি একবার অসুস্থ হলে আমার চাচা আব্দুল্লাহ ইবন উমার রা. আমাকে দেখতে আসেন । আমি তাকে সফর অবস্থায় সুন্নত নামায আদায় সম্পর্কে প্রশ্ন করলাম । তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে সফর করেছি। আমি তাঁকে কখনো সুন্নত আদায় করতে দেখি নি। আমি যদি সুন্নতই আদায় করব তাহলে তো ফরয নামাযই পুরো চার রাকআত আদায় করতাম। আর আল্লাহ বলেছেন, ‘নিশ্চয় তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে’ ।
عن حفص بن عاصم قال: مرضت مرضا فجاء ابن عمر رضي الله عنهما يعودني قال: وسألته عن السبحة في السفر فقال: صحبت رسول الله صلى الله عليه وسلم في السفر فما رأيته يسبح ولو كنت مسبحا لأتممت وقد قال الله تعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ৯৪৫ | মুসলিম বাংলা