ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯৪৪
সফরে সুন্নত-নফল সালাত আদায় করা
(৯৪৪) ইবন উমার রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ), আবু বাকর রা., উমার রা. এবং উসমান রা.র সাথে সফর করেছি। তাঁরা যুহর এবং আসর দুই রাকআত দুই রাকআত করে আদায় করতেন। তাঁরা তার আগে ও পরে কোনো (সুন্নত-নফল) সালাত আদায় করতেন না। ইবন উমার রা. বলেন, আমি যদি আগে বা পরে সুন্নতই পড়তাম তাহলে ফরয সালাত পুরো পড়তাম।
عن ابن عمر رضي الله عنهما قال: سافرت مع النبي صلى الله عليه وسلم وأبي بكر وعمر وعثمان رضي الله عنهم فكانوا يصلون الظهر والعصر ركعتين ركعتين لا يصلون قبلها ولا بعدها وقال عبد الله: لو كنتُ مصليا قبلها أو بعدها لأتممتها
