ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯৪৭
জুমুআর সালাত ফরয এবং তা পরিত্যাগের ভয়াবহ পরিণতি
(৯৪৭) ইবন উমার রা, ও আবু হুরাইরা রা. উভয়ে বলেছেন, তারা রাসূলুল্লাহ (ﷺ) কে মিম্বরের উপরে বলতে শুনেছেন, যে সকল মানুষ জুমুআর সালাত পরিত্যাগ করে তারা যেন অবশ্যই জুমুআর সালাত পরিত্যাগ থেকে বিরত হয়। অন্যথায় আল্লাহ তাদের অন্তরের উপরে মোহর অঙ্কিত করে দিবেন। এরপর তারা অবশ্যই গাফিল বা অমনোযোগীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।
عن عبد الله بن عمر وأبي هريرة رضي الله عنهم أنهما سمعا رسول الله صلى الله عليه وسلم يقول على أعواد منبره لينتهين أقوام عن ودعهم الجمعات أو ليختمن الله على قلوبهم ثم ليكونن من الغافلين
