ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯২৭
 নামাযের অধ্যায়
কীভাবে কসর আদায় করতে হবে এবং কসরের আবশ্যকতা
(৯২৭) আব্দুল্লাহ ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সফরের সালাত দুই রাকআত, যে ব্যক্তি সুন্নত ত্যাগ করল সে কুফুরি করল ।
كتاب الصلاة
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: صلاة السفر ركعتان من ترك السنة كفر