ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯২৭
কীভাবে কসর আদায় করতে হবে এবং কসরের আবশ্যকতা
(৯২৭) আব্দুল্লাহ ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সফরের সালাত দুই রাকআত, যে ব্যক্তি সুন্নত ত্যাগ করল সে কুফুরি করল ।
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: صلاة السفر ركعتان من ترك السنة كفر
