ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯২৮
কীভাবে কসর আদায় করতে হবে এবং কসরের আবশ্যকতা
(৯২৮) ইবন উমার রা. বলেন, সফরের সালাত দুই রাকআত । এভাবেই দুই রাকআতই আসমান থেকে অবতীর্ণ হয়েছে। তোমরা যদি চাও তাহলে ফিরিয়ে দাও।
عن ابن عمر رضي الله عنهما قال: صلاة السفر ركعتان نزلتا من السماء فإن شئتم فردوها
tahqiqতাহকীক:তাহকীক চলমান