ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯২৬
কীভাবে কসর আদায় করতে হবে এবং কসরের আবশ্যকতা
(৯২৬) ইবন উমার রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) সাহচর্যে থেকেছি, তিনি সফরে দুই রাকআতের বেশী পড়তেন না। আবু বাকর রা., উমার রা. এবং উসমান রা.ও অনুরূপ।
عن ابن عمر رضي الله عنهما قال: صحبت رسول الله صلى الله عليه وسلم فكان لا يزيد في السفر على ركعتين وأبا بكر وعمر وعثمان كذلك رضي الله عنهم
