ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯২৫
কীভাবে কসর আদায় করতে হবে এবং কসরের আবশ্যকতা
(৯২৫) ইবন আব্বাস রা. বলেন, আল্লাহ তোমাদের নবী (ﷺ) এর যবানিতে সালাত ফরয করেছেন উপস্থিতিতে চার রাকআত, সফরে দুই রাকআত এবং ভয়ের সময় এক রাকআত।
عن ابن عباس رضي الله عنهما قال: فرض الله الصلاة على لسان نبيكم صلى الله عليه وسلم في الحضر أربعا وفي السفر ركعتين وفي الخوف ركعة
