ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯২৪
কীভাবে কসর আদায় করতে হবে এবং কসরের আবশ্যকতা
(৯২৪) উমার ইবনুল খাত্তাব রা. বলেন, সফরের সালাত দুই রাকআত, ঈদুল আযহার সালাত দুই রাকআত, ঈদুল ফিতরের সালাত দুই রাকআত, জুমুআর সালাত দুই রাকআত । এই সালাতগুলো দুই রাকআতই পূর্ণ, কোনোরূপ সংক্ষিপ্তকরণ ছাড়া, মুহাম্মাদ (ﷺ) এর যবানিতে।
عن عمر رضي الله عنه قال: صلاة السفر ركعتان وصلاة الأضحى ركعتان وصلاة الفطر ركعتان وصلاة الجمعة ركعتان تمام غير قصر على لسان محمد صلى الله عليه وسلم
