ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯২৩
কীভাবে কসর আদায় করতে হবে এবং কসরের আবশ্যকতা
(৯২৩) আয়িশা রা. বলেন, সালাত প্রথমে দুই রাকআত দুই রাকআত করে ফরয করা হয়, শুধুমাত্র মাগরিব বাদে, কারণ তা বিতর বা বেজোড় । তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন সফর করতেন তখন প্রথম নিয়মেই সালাত আদায় করতেন, শুধুমাত্র মাগরিব ছাড়া। আর যখন তিনি (মদীনায়) অবস্থান করতেন তখন প্রত্যেক দুই রাকআতের সাথে আরো দুই রাকআত যোগ করতেন । শুধুমাত্র মাগরিব বাদে, কারণ তা বিতর বা বেজোড়, এবং ফজর বাদে, কারণ তিনি ফজরের সালাতে কিরাআত দীর্ঘ করতেন।
عن عائشة رضي الله عنها قالت: فرضت الصلاة ركعتين ركعتين إلا المغرب فرضت ثلاثا لأنها وتر. قالت: وكان رسول الله صلى الله عليه وسلم إذا سافر صلى الصلاة الأولى إلا المغرب فإذا أقام زاد مع كل ركعتين ركعتين إلا المغرب لأنها وتر والصبح لأنه يطول فيها القراءة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৯২৩ | মুসলিম বাংলা