ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯২২
কীভাবে কসর আদায় করতে হবে এবং কসরের আবশ্যকতা
(৯২২) আয়িশা রা. বলেন, সালাত প্রথমে দুই রাকআত করেই ফরয হয় । সফরের সালাতকে পরে দুই রাকআতই রাখা হয়। আর স্বগৃহে উপস্থিতির সালাত পূর্ণ করা হয়।
عن عائشة رضي الله عنها قالت: الصلاة أول ما فرضت ركعتين فأقرت صلاة السفر وأتمت صلاة الحضر

হাদীসের ব্যাখ্যা:

হাদীস থেকে প্রমাণিত হয় যে, সফরের হালাতে দু’রাকাতই পূর্ণ নামায। সুতরাং সফরে চার রাকাত পড়ার কোন সুযোগ নেই, বরং নামায কসর করে দু’রাকাত পড়াই আবশ্যক। কেননা, পূর্ণ হওয়ার পরে বাড়তি করার কোন সুযোগ থাকে না।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন