ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯২১
কৃতজ্ঞতার সাজদা
(৯২১) আবু বাকরাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট কোনো আনন্দের সংবাদ আসলে বা কোনো আনন্দের বিষয়ে তাঁকে সুসংবাদ দেওয়া হলে তিনি আল্লাহর কৃতজ্ঞতায় সাজদায় পড়ে যেতেন।
عن أبي بكرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه كان إذا جاءه أمرسرور أو بشر به خر ساجدا شاكرا لله
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার রাহ. বলেন, এখানে ‘সাজদায় পড়ে যেতেন' বা 'সাজদা করতেন' বলতে শুধু সাজদা করার অর্থ হতে পারে, আবার 'সালাত আদায় করার' অর্থও হতে পারে। হাদীস শরীফে বিভিন্ন স্থানে ‘সাজদা' করা বলতে 'সালাত আদায় করা বোঝানো হয়েছে। যেমন মুসলিম সঙ্কলিত এক হাদীসে [নং-৪৮৮] সাওবান রা. বলেন, একব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) কে বলে, আমাকে এমন একটি কর্ম শিখিয়ে দিন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে... তিনি বলেন, عليك بكثرة السجود لله'তুমি আল্লাহর জন্য বেশি বেশি সাজদা করবে’ । অর্থাৎ বেশি বেশি নফল সালাত আদায় করবে। মুসলিম সঙ্কলিত অন্য হাদীসে [নং-৪৮৯] রাবীআ ইবন কা'ব রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বললাম, আমি জান্নাতে আপনার সাহচর্য কামনা করি । তিনি বলেন: أعني على نفسك بكثرة السجود'বেশি বেশি সাজদা করে তুমি আমাকে তোমার বিষয়ে সাহায্য করবে। অর্থাৎ বেশি বেশি নফল সালাত আদায় করে।
এ থেকে আমরা বুঝতে পারি যে, এই হাদীসের অর্থ হতে পারে যে, তিনি কোনো সুসংবাদ পেলে কৃতজ্ঞতার জন্য দুই রাকআত সালাত আদায় করতেন। আবার এর অর্থ হতে পারে যে, তিনি সুসংবাদ শোনা মাত্রই সরাসরি সাজদা করে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতেন। আল্লাহই ভালো জানেন ।
এ থেকে আমরা বুঝতে পারি যে, এই হাদীসের অর্থ হতে পারে যে, তিনি কোনো সুসংবাদ পেলে কৃতজ্ঞতার জন্য দুই রাকআত সালাত আদায় করতেন। আবার এর অর্থ হতে পারে যে, তিনি সুসংবাদ শোনা মাত্রই সরাসরি সাজদা করে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতেন। আল্লাহই ভালো জানেন ।
