ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯১৪
মুফাসসাল সূরাগুলোর সাজদা: নাজম, ইনশাক্কাত ও ইকরা
(৯১৪) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সূরা নাজমে সাজদা করেন এবং তাঁর সাথে মুসলিমগণ, মুশরিকগণ, জিনগণ এবং মানুষগণ সাজদা করেন ।
عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم سجد بالنجم وسجد معه المسلمون والمشركون والجن والإنس
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)