ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯১৩
সূরা সাদ এর সাজদা
(৯১৩) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সূরা সাদ-এর মধ্যে সাজদা করেন এবং বলেন, দাউদ তাওবা হিসাবে এই সাজদা করেন আর আমরা কৃতজ্ঞতা প্রকাশের জন্য এই সাজদা করছি।
عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم سجد في ص وقال: سجدها داود توبة و نسجدها شكرا
