ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯১৫
মুফাসসাল সূরাগুলোর সাজদা: নাজম, ইনশাক্কাত ও ইকরা
(৯১৫) ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মক্কায় সূরা নাজম পাঠ করেন এবং তাতে সাজদা করেন। তাঁর সাথে যারা ছিলেন সবাই সাজদা করেন। শুধুমাত্র একজন বয়স্ক ব্যক্তি বাদে, যিনি সাজদা থেকে বিরত থাকেন । তিনি একমুষ্টি কাঁকর বা মাটি হাতে নিয়ে কপালে ঠেকান এবং বলেন, আমার জন্য এ-ই যথেষ্ট। আমি পরে দেখেছি যে, লোকটি কাফির অবস্থায় নিহত হয়েছে।
عن ابن مسعود رضي الله عنه قال: قرأ النبي صلى الله عليه وسلم النّجم بمكة فسجد فيها وسجد من معه غير شيخ أخذ كفا من حصى أو تُراب فرفعه إلى جبهته وقال: يكفيني هذا فرأيته بعد ذلك قتل كافرا
