ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৮৯
বিশ রাকআত তারাবীহ
(৮৮৯) তাবি’-তাবিয়ি নাফি' ইবন উমার (মৃ: ১৬৯ হি.) বলেন, তাবিয়ি ইবন আবী মুলাইকা (মৃ: ১১৭ হি.) আমাদের নিয়ে রমাযান মাসে রাতের সালাত ২০ রাকআত আদায় করতেন।
عن نافع بن عمر قال: كان ابن أبي مليكة يصلي بنا في رمضان عشرين ركعة
