ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৯০
বিশ রাকআত তারাবীহ
(৮৯০) তাবি’-তাবিয়ি সায়ীদ ইবন উবাইদ বলেন, প্রথম হিজরি শতকের তাবিয়ি আলী ইবন রাবীআহ তাদের নিয়ে রমাযান মাসে ৫ বিশ্রামে** রাতের সালাত আদায় করতেন এবং তিনি তিন রাকআত বিতর আদায় করতেন।
عن سعيد بن عبيد: أن علي بن ربيعة كان يصلي هم في رمضان خمس ترويحات ويوتر بثلاث
হাদীসের ব্যাখ্যা:
[চার রাকআত পরপর বিশ্রাম করা হয়। সুতরাং ৫ বিশ্রামে হয় ২০ রাকআত। -সম্পাদক]
