ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৮৮
নামাযের অধ্যায়
বিশ রাকআত তারাবীহ
(৮৮৮) তাবিয়ি আতা ইবন আবী রাবাহ (মৃ: ১১৪ হি.) বলেন, আমি মানুষদেরকে (সাহাবিগণকে) দেখেছি যে, তারা বিতরসহ মোট ২৩ রাকআত সালাতুল লাইল আদায় করতেন।
كتاب الصلاة
عن عطاء قال: أدركت الناس وهم يصلون ثلاثا وعشرين ركعة بالوتر