ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৮৭
বিশ রাকআত তারাবীহ
(৮৮৭) সাহাবি সায়িব ইবন ইয়াযিদ রা. বলেন, মানুষেরা উমার ইবনুল খাত্তাব রা.র সময়ে রমাযান মাসে ২০ রাকআত রাতের সালাত আদায় করতেন।
عن السائب بن يزيد رضي الله عنه قال: كانوا يقومون على عهد عمر بن الخطاب رضي الله عنه في شهر رمضان بعشرين ركعة
হাদীসের ব্যাখ্যা:
প্রাগুক্ত
