ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৮৬
বিশ রাকআত তারাবীহ
(৮৮৬) তাবিয়ি ইয়াহইয়া ইবন সায়ীদ আনসারি (মৃ: ১৪৪ হি.) বলেন, উমার রা. একব্যক্তিকে নির্দেশ দেন, যিনি মানুষদের নিয়ে ২০ রাকআত রাতের সালাত আদায় করেন।
عن يحيى بن سعيد أن عمر بن الخطاب رضي الله عنه أمر رجلا يصلي بهم عشرين ركعة
