ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৮৩
রমাযান মাসের রাতের সালাত বা তারাবীহ
(৮৮৩) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) রমাযান মাসে রাতের সালাত আদায়ের জন্য উৎসাহ প্রদান করতেন, তবে তিনি এ বিষয়ে কোনো সুস্পষ্ট নির্দেশ দিতেন না। এই অবস্থাতেই রাসূলুল্লাহ (ﷺ) ইন্তিকাল করেন। এরপর আবু বাকর রা.র খিলাফতের সময়ে এবং উমার রারে খিলাফতের প্রথম অংশেও বিষয়টি এই অবস্থাতেই থাকে।
عن أبي هريرة رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم يرغب في قيام رمضان من غير أن يأمرهم فيه بعزيمة... فتوفي رسول الله صلى الله عليه وسلم والأمر على ذلك ثم كان الأمر على ذلك في خلافة أبي بكر وصدرا من خلافة عمر رضي الله عنهما
