ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৮৪
রমাযান মাসের রাতের সালাত বা তারাবীহ
(৮৮৪) তাবিয়ি আব্দুর রহমান ইবন আব্দুল কারি বলেন, আমি রমাযান মাসের এক রাত্রিতে উমার ইবনুল খাত্তাব রা.র সাথে মসজিদের দিকে বের হই । তখন আমরা দেখি যে, মানুষেরা বিভিন্ন ছোটছোট দলে বিভক্ত হয়ে রয়েছে। কেউ একাকী সালাত আদায় করছে। কেউ বা নিজে সালাত আদায় করছে এবং তার পেছনে কয়েকজন সালাত আদায় করছে। উমার রা. বলেন, আমার মনে হয়, যদি এ সকল মানুষকে একজন কারির (হাফিয ইমামের) পেছনে একত্র করতাম তাহলে ভালো হত। এরপর তিনি এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। তখন তিনি তাদেরকে উবাই ইবন কা'ব রা.র পেছনে একত্র করেন। এরপর অন্য একরাতে আমি উমার রা.র সাথে বের হই । তখন মানুষেরা তাদের কারির (হাফিয ইমামের) পেছনে সালাত আদায় করছিল। উমার বলেন, ‘এই কর্মটি (রমাযান মাসে রাতের সালাতের জন্য জামাআত প্রতিষ্ঠা করা) সুন্দর বিদআত (নতুন কর্ম) । তবে এরা যে সময়ে সালাত আদায় করছে তার চেয়ে যে সময় ঘুমিয়ে থাকে সেই সময় উত্তম'। তার উদ্দেশ্য হল, রাতের সালাত শেষ রাতে আদায় উত্তম, আর মানুষেরা রাতের প্রথমাংশেই রাতের সালাত আদায় করতেন।
عن عبد الرحمن بن عبد القاري أنه قال: خرجت مع عمر بن الخطاب رضي الله عنه ليلة في رمضان إلى المسجد فإذا النّاس أوزاع متفرقون يصلي الرجل لنفسه ويصلي الرجل فيصلي بصلاته الرهط فقال عمر: إني أرى لو جمعت هؤلاء على قارئ واحد لكان أمثل ثم عزم فجمعهم على أبي بن كعب رضي الله عنه ثم خرجت معه ليلة أخرى والناس يصلون التي بصلاة قارئهم قال عمر: نعم البدعة هذه والتي ينامون عنها أفضل من التي يقومون. يريد آخر الليل وكان الناس يقومون أوله
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ৮৮৪ | মুসলিম বাংলা