ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৮২
রমাযান মাসের রাতের সালাত বা তারাবীহ
(৮৮২) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একরাতে** মসজিদের মধ্যে সালাত আদায় করেন। তখন কিছু মানুষ তাঁর সাথে সালাত আদায় করেন। এরপর পরবর্তী রাতে তিনি এভাবে সালাত আদায় করেন । তখন মানুষের সংখ্যা বেড়ে যায়। তৃতীয় বা চতুর্থ রাতে মানুষেরা (তাঁর সাথে জামাআতে রাতের সালাত আদায়ের জন্য) সমবেত হন । কিন্তু রাসূলুল্লাহ (ﷺ) তাদের সাথে সালাত আদায়ের জন্য ঘর থেকে বের হলেন না । সকালে তিনি বললেন, তোমরা যা করেছ তা আমি দেখেছি। আমি তোমাদের কাছে বেরিয়ে আসি নি, তার কারণ আমি ভয় পেলাম যে, তা তোমাদের উপর ফরয করা হবে। এই ঘটনা ছিল রমাযান মাসে ।
عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم صلى ذات ليلة في المسجد فصلي بصلاته ناس ثم صلى من القابلة فكثر الناس ثم اجتمعوا من الليلة الثالثة أو الرابعة فلم يخرج إليهم رسول الله صلى الله عليه وسلم فلما أصبح قال: قد رأيت الذي صنعتم ولم يمنعني من الخروج إليكم إلا أني خشيت أن تفرض عليكم وذلك في رمضان

হাদীসের ব্যাখ্যা:

নাসায়ির বর্ণনায়: একরাতে মাঝ রাতে মসজিদে গিয়ে সালাত আদায় করেন…।(অনুবাদক)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৮৮২ | মুসলিম বাংলা