ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৭৫
নামাযের অধ্যায়
রাতের সালাত বা তাহাজ্জুদ
(৮৭৫) আয়িশা রা. বলেন, কখনো রাতের সালাত (তাহাজ্জুদ ত্যাগ করবে না; কারণ রাসূলুল্লাহ (ﷺ) কখনো তা ত্যাগ করতেন না। যদি কখনো অসুস্থ থাকতেন অথবা ক্লান্তি বা অবসাদ অনুভব করতেন তাহলে তিনি বসে তাহাজ্জুদ আদায় করতেন।
كتاب الصلاة
عن عائشة رضي الله عنها: لا تدع قيام الليل فإن رسول الله صلى الله عليه وسلم كان لا يدعه وكان إذا مرض أوكسل صلى قاعدا
tahqiqতাহকীক:তাহকীক চলমান