ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৭৪
রাতের সালাত বা তাহাজ্জুদ
(৮৭৪) আব্দুল্লাহ ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, প্রকাশ্য (নফল) দানের চেয়ে গোপন দানের মর্যাদা ও ফযীলত যেমন, দিনের (নফল) সালাতের উপর রাতের সালাতের ফযীলত ও মর্যাদাও তদ্রূপ ।
عن عبد الله رضي الله عنه مرفوعا: فضل صلاة الليل على صلاة النهار كفضل صدقة السر على صدقة العلانية
tahqiqতাহকীক:তাহকীক চলমান