ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৭৬
রাতের সালাত বা তাহাজ্জুদ
(৮৭৬) তাবিয়ি আবু সালামাহ ইবন আব্দুর রহমান বলেন, তিনি আয়িশা রা.কে প্রশ্ন করেন, রাসূলুল্লাহ (ﷺ) রমাযান মাসে রাতের সালাত কীভাবে আদায় করতেন? তিনি বলেন, তিনি রমাযানে ও অন্য সময়ে ১১ রাকআতের বেশী আদায় করতেন না। তিনি চার রাকআত সালাত আদায় করতেন। সেগুলোর সৌন্দর্য ও দৈর্ঘ্য সম্পর্কে কোনো প্রশ্ন কোরো না । এরপর তিনি চার রাকআত সালাত আদায় করতেন। সেগুলোর সৌন্দর্য ও দৈর্ঘ্য সম্পর্কে কোনো প্রশ্ন কোরো না। এরপর তিনি তিনি রাকআত আদায় করতেন।
عن أبي سلمة بن عبد الرحمن أنه سأل عائشة رضي الله عنها كيف كانت صلاة رسول الله صلى الله عليه وسلم في رمضان؟ قالت: ما كان يزيد في رمضان ولا في غيره على إحدى عشرة ركعة يصلي أربع ركعات فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي أربعا فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي ثلاثا
হাদীসের ব্যাখ্যা:
প্রাগুক্ত
