ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৪৮
পাঁচ ওয়াক্ত ও জুমুআ সংশ্লিষ্ট নিয়মিত সুন্নত সালাতসমূহ
(৮৪৮) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যদি যুহরের পূর্বে চার রাকআত আদায় করতে না পারতেন তাহলে যুহরের পরে তা আদায় করতেন।
عن عائشة رضي الله عنها مرفوعا: كان إذا لم يصل أربعا قبل الظهر صلاهن بعده
tahqiqতাহকীক:তাহকীক চলমান