ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৪৯
নামাযের অধ্যায়
পাঁচ ওয়াক্ত ও জুমুআ সংশ্লিষ্ট নিয়মিত সুন্নত সালাতসমূহ
(৮৪৯) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ সেই ব্যক্তিকে রহমত করুন, যে ব্যক্তি আসরের পূর্বে চার রাকআত সালাত আদায় করে।
كتاب الصلاة
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: رحم الله امرأ صلى قبل العصر أربعا
tahqiqতাহকীক:তাহকীক চলমান