ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৪৬
পাঁচ ওয়াক্ত ও জুমুআ সংশ্লিষ্ট নিয়মিত সুন্নত সালাতসমূহ
(৮৪৬) উম্মু হাবীবা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি দিনরাতে ১২ রাকআত সালাত আদায় করবে, তার জন্য জান্নাতে বাড়ি তৈরী করা হবে।...‘যুহরের পূর্বে চার রাকআত ও পরে দুই রাকআত...'।
عن أم حبيبة رضي الله عنها مرفوعا: من صلى اثنتي عشرة ركعة في يوم وليلة بني له بهن بيت في الجنة... أربعا قبل الظهر واثنتين بعدها

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, দৈনন্দিন ছুন্নাতে মুআক্কাদা বা গুরুত্বপূর্ণ ছুন্নাত হলো ১২ রাকাত। যোহরের পূর্বের ৪ রাকাত ছুন্নাতের স্থলে রসূলুল্লাহ স. কখনো কখনো ২ রাকাতও পড়তেন। সে হিসেবে দৈনন্দিন ছুন্নাতে মুআক্কাদা ১০ রাকাত হয়। (বুখারী: ১১১০) এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ২/১২, ১৩)
tahqiqতাহকীক:তাহকীক চলমান