ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৪৫
পাঁচ ওয়াক্ত ও জুমুআ সংশ্লিষ্ট নিয়মিত সুন্নত সালাতসমূহ
(৮৪৫) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমার ঘরে যুহরের পূর্বে চার রাকআত সালাত আদায় করতেন। এরপর মসজিদে গিয়ে জামাআতে সালাত আদায় করতেন। এরপর ঘরে প্রবেশ করে দুই রাকআত সালাত আদায় করতেন। তিনি জামাআতে মাগরিব আদায় করতেন। এরপর বাড়িতে প্রবেশ করে দুই রাকআত সালাত আদায় করতেন। তিনি জামাআতে ইশা আদায় করতেন। এরপর বাড়িতে প্রবেশ করে দুই রাকআত সালাত আদায় করতেন।... তিনি প্রভাত (ফজরের ওয়াক্ত) হওয়ার পরে দুই রাকআত সালাত আদায় করতেন।
عن عائشة رضي الله عنها مرفوعا: كان يصلي في بيتي قبل الظهر أربعا ثم يخرج فيصلي بالناس ثم يدخل فيصلي ركعتين وكان يصلي بالناس المغرب ثم يدخل فيصلي ركعتين ويصلي بالناس العشاء ويدخل بيتي فيصلي ركعتين... وكان إذا طلع الفجر صلى ركعتين
