ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৩৫
কুনুতের দুআ
(৮৩৫) দ্বিতীয় হিজরি শতকের তাবিয়ি খালিদ ইবন আবী ইমরান (মৃ: ১২৯ হি.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) একদিন মুদার গোত্রের জন্য বদ-দুআ করছিলেন। এমতাবস্থায় জিবরাঈল আ. তাঁর নিকট আগমন করেন... এরপর তিনি তাকে এই দুআ (কুনুত) শিক্ষা দেন, ‘হে আল্লাহ, নিশ্চয় আমরা আপনারই কাছে সাহায্য চাই, এবং আপনারই কাছে ক্ষমা প্রার্থনা করি, এবং আপনারই উপর বিশ্বাস স্থাপন করি, এবং আপনার জন্য বিনীত-অবনত হই । আর আমরা দূর করে দিই এবং পরিত্যাগ করি তাদেরকে যারা আপনার অবাধ্য ও অন্যায়ে লিপ্ত। হে আল্লাহ, শুধু আপনারই আমরা ইবাদত করি, এবং আপনারই জন্য সালাত পালন করি, এবং শুধু আপনার জন্যই সাজদা করি। এবং আপনার দিকেই আমরা ছুটে চলি এবং আপনারই সেবা করি। আমরা আপনার করুণা আশা করি এবং আপনার শাস্তিকে ভয় পাই । নিশ্চয় আপনার শাস্তি কঠিন, নিশ্চয় আপনার শাস্তি অবিশ্বাসীগণের উপর নিপতিত হবে'।
عن خالد بن أبي عمران قال: بينا رسول الله صلى الله عليه وسلم يدعو على مضر إذ جاءه جبريل... وفيه علمه هذا القنوت: اللهم إنّا نستعينك ونستغفرك ونؤمن بك ونخنع لك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك الجد إن عذابك بالكافرين ملحق
