ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৩৬
কুনুতের দুআ
(৮৩৬) হাসান ইবন আলী রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কুনুতের মধ্যে (নাসায়ির বর্ণনায়: বিতরের কুনুতের মধ্যে) বলার জন্য আমাকে কয়েকটি বাক্য শিখিয়েছেন, 'হে আল্লাহ, আমাকে হেদায়াত প্রদান করুন, যাদেরকে আপনি হেদায়াত করেছেন তাদের সাথে। আমাকে পরিপূর্ণ নিরাপত্তা ও সুস্থতা দান করুন, যাদেরকে আপনি নিরাপত্তা দান করেছেন তাদের সাথে । আমাকে ওলি হিসাবে গ্রহণ করুন (আমার অভিভাবকত্ব গ্রহণ করুন), যাদেরকে আপনি ওলি হিসাবে গ্রহণ করেছেন তাদের সাথে। আপনি আমাকে যা কিছু প্রদান করেছেন তাতে বরকত প্রদান করুন। আপনি যা কিছু আমার ভাগ্যে নির্ধারণ করেছেন তার অকল্যাণ থেকে আমাকে রক্ষা করুন। কারণ আপনিই তো ভাগ্য নির্ধারণ করেন, আপনার বিষয় কেউ নির্ধারণ করে দিতে পারে না। আপনি যাকে ওলি হিসাবে গ্রহণ করেছেন সে অপমানিত হবে না। মহামহিমাময় বরকতময় আপনি, হে আমাদের প্রভু, এবং মহামর্যাদাময় ও সর্বোচ্চ আপনি’ । নাসায়ির বর্ণনায় শেষে রয়েছে, 'সাল্লাল্লাহু আলান নাব্বিয়্যি মুহাম্মাদ আল্লাহ নবী মুহাম্মাদের উপর সালাত প্রেরণ করুন'।
عن الحسن بن علي رضي الله عنهما قال: علمني رسول الله صلى الله عليه وسلم كلمات أقولهن في الوتر (في القنوت): اللهم اهدني فيمن هديت وعافني فيمن عافيت وتولني فيمن توليت وبارك لي فيما أعطيت وقني شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك وإنه لا يذل من واليت تباركت ربنا وتعاليت... (وصلى الله على النبي محمد)
