ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৩৪
বিতরের কুনুত,সারা বছর চলবে, রুকুর পূর্বে, তাকবীর বলে এবং হাত তুলে
(৮৩৪) তাবিয়ি আবু উসমান নাহদি বলেন, আমরা উমার রা.র নিকট আসতাম । তিনি মানুষদেরকে ইমামতি করতেন । অতঃপর তিনি রুকুর সময়** আমাদেরকে নিয়ে কুনুত পাঠ করতেন এবং তার দুইহাত উঠাতেন এমনকি তার দুইতালু দেখা যেত এবং তার বাজু দুইটি বের করতেন।
عن أبي عثمان النهدي قال: كنا نجيء وعمر رضي الله عنه يوم النّاس ثم يقنت بنا عند الركوع ويرفع يديه حتى يبدو كفاه ويخرج ضبعيه
হাদীসের ব্যাখ্যা:
[গ্রন্থকার عند الركوع বা 'রুকুর সময়' শব্দে উল্লেখ করেছেন । কিন্তু বুখারির কুররাতুল আইনাইন গ্রন্থে রয়েছে بعد الركوع বা 'রুকুর পরে’ । হাদীসটি বাইহাকি ও যাহাবিও উদ্ধৃত করেছেন । তাদের বর্ণনায়ও রয়েছে بعد الركوع বা 'রুকুর পরে'। দেখুন; বাইহাকি, আস সুনানুল কুবরা, হাদীস ৩১৪৮; যাহাবি, তানকীহুত তাহকীক ১/২৪৩। -সম্পাদক]
