ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৩৩
বিতরের কুনুত,সারা বছর চলবে, রুকুর পূর্বে, তাকবীর বলে এবং হাত তুলে
(৮৩৩) আসওয়াদ থেকে বর্ণিত, আব্দুল্লাহ রা. সালাতুল বিতরের শেষ রাকআতে ‘কুল হুওয়াল্লাহু আহাদ' (সূরা ইখলাস) পাঠ করতেন। এরপর তিনি রুকুর আগে দুইহাত উঠাতেন এবং কুনুত পাঠ করতেন।
عن الأسود أن عبد الله رضي الله عنه كان يقرأ في آخر ركعة من الوتر: قل هو الله أحد ثم يرفع يديه ويقنت قبل الركعة
