ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৩২
বিতরের কুনুত,সারা বছর চলবে, রুকুর পূর্বে, তাকবীর বলে এবং হাত তুলে
(৮৩২) তাবিয়ি ইবরাহীম নাখয়ি বলেন, ইবন মাসউদ রা. সারাবছর সালাতুল বিতরে রুকুর পূর্বে কুনুত পাঠ করতেন।
عن إبراهيم أن ابن مسعود رضي الله عنه كان يقنت السنة كلها في الوتر قبل الركوع
