ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৩১
বিতরের কুনুত,সারা বছর চলবে, রুকুর পূর্বে, তাকবীর বলে এবং হাত তুলে
(৮৩১) উবাই উবন কা'ব রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তিন রাকআত বিতর আদায় করতেন... এবং তিনি রুকুর পূর্বে কুনুত পাঠ করতেন।
عن أبي بن كعب رضي الله عنه مرفوعا: كان يوتر بثلاث ركعات ….. ويقنت قبل الركوع
