ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৩০
বিতরের কুনুত,সারা বছর চলবে, রুকুর পূর্বে, তাকবীর বলে এবং হাত তুলে
(৮৩০) তাবিয়ি আব্দুল আযীয বলেন, একব্যক্তি আনাস রা.কে প্রশ্ন করে, কুনুত কি রুকুর পরে পাঠ করতে হবে, না কুরআন পাঠ শেষ করার পরে? তিনি বলেন, না, বরং কুরআন পাঠ শেষ করার পরে।
عن عبد العزيز قال: سأل رجل أنسا رضي الله عنه عن القنوت أبعد الركوع أو عند فراغ من القراءة؟ قال لا بل عند فراغ من القراءة
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ৮৩০ | মুসলিম বাংলা