ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮২৬
তিন রাকআত বিতরের নিষেধাজ্ঞা ও তার ব্যাখ্যা
(৮২৬) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা তিন রাকআত বিতর আদায় করবে না। তোমরা পাঁচ অথবা সাত রাকআত বিতর আদায় করবে। তোমরা সালাতুল বিতরকে সালাতুল মাগবিরের মতো করে আদায় করবে না।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: لا توتروا بثلاث أوتروا بخمس أو يسبع ولا تشبهوا بصلاة المغرب

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার রাহ. বলেন, এর অর্থ হল, শুধুমাত্র তিন রাকআত বিতর আদায় করবে না। তিন রাকআত বিতর এর আগে সর্বদা দুই-চার রাকআত নফল সালাত আদায় করবে।** এতে সালাতুল মাগরিব ও সালাতুল বিতরের মধ্যে পার্থক্য সৃষ্টি হবে।

৫ বা ৭ রাকআত বিতর বলতে বিতরের পূর্বের ২ বা ৪ রাকআত নফলসহ বিতর হতে পারে। হাদীসের ব্যবহরে সালাতুল বিতরের পূর্বে আদায়কৃত নফল সালাতও বিতরের মধ্যে বলে গণ্য হয় । আবু দাউদ সঙ্কলিত একটি শক্তিশালী সনদের হাদীসে আয়িশা রা. বলেন: ( كان رسول الله صلى الله عليه وسلم يوتر بأربع وثلاث وست وثلاث وثمان وثلاث وعشر وثلاث ولم يكن يوتر بأنقص من سبع ولا بأكثر من ثلاث عشرة ) রাসূলুল্লাহ (ﷺ) বিতর পড়তেন ৪ ও ৩ রাকআত, ৬ ও ৩ রাকআত, ৮ ও ৩ রাকআত এবং ১০ ও ৩ রাকআত। তিনি কখনো ৭ রাকআতের কম বা ১৩ রাকআতের বেশি বিতর পড়তেন না। (অনুবাদক)
tahqiqতাহকীক:তাহকীক চলমান