ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮২৭
তিন রাকআত বিতরের নিষেধাজ্ঞা ও তার ব্যাখ্যা
(৮২৭) তাবিয়ি আবুল আলিয়া বলেন, মুহাম্মাদ (ﷺ) এর সাহাবিগণ আমাদেরকে সালাতুল বিতর শিখিয়েছেন তিন রাকআত সালাতুল মাগরিবের মতোই, ব্যতিক্রম হল যে, আমরা বিতরের তৃতীয় রাকআতে কুরআন পাঠ করি। এ হল রাতের বিতর (বেজোড় সালাত) এবং মাগরিব হল দিনের বিতর (বেজোড় সালাত)।
عن أبي العالية قال: علمنا أصحاب محمد صلى الله عليه وسلم أن الوتر مثل صلاة المغرب غير انا نقرأ في الثالثة فهذا وتر الليل وهذا وتر النّهار
