ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮২০
তিন রাকআত বিতর, তিন রাকআত শেষ করার আগে সালাম দিবে না
(৮২০ ) আয়িশা রা. রাসূলুল্লাহ (ﷺ) এর তাহাজ্জুদ বা কিয়ামুল লাইলের বর্ণনায় বলেন, তিনি চার রাকআত সালাত আদায় করতেন। সেগুলোর সৌন্দর্য ও দৈর্ঘ্য সম্পর্কে কোনো প্রশ্ন কোরো না। এরপর তিনি চার রাকআত সালাত আদায় করতেন। সেগুলোর সৌন্দর্য ও দৈর্ঘ্য সম্পর্কে কোনো প্রশ্ন কোরো না। এরপর তিনি তিন রাকআত আদায় করতেন।
عن عائشة رضي الله عنها (في صفة صلاته صلى الله عليه وسلم بالليل): يصلي أربعا فلا تسل عن حسنهن وطولهن ثم يصلي أربعا فلا تسل عن حسنهن وطولهن ثم يصلي ثلاثا
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ফিকহুস সুনান - হাদীস নং ৮২০ | মুসলিম বাংলা