ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮১৯
তিন রাকআত বিতর, তিন রাকআত শেষ করার আগে সালাম দিবে না
(৮১৯) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সালাতুল বিতরের দ্বিতীয় রাকআতে সালাম ফেরাতেন না।
عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم كان لا يسلم في ركعتي الوتر
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৮১৯ | মুসলিম বাংলা