ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮১৮
তিন রাকআত বিতর, তিন রাকআত শেষ করার আগে সালাম দিবে না
(৮১৮) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তিন রাকআত বিতর আদায় করতেন। তিন রাকআত বিতর আদায় করতেন, তিনের শেষে ছাড়া সালাম ফেরাতেন না। আমীরুল মুমিনীন উমার ইবনুল খাত্তাবের বিতর এইরূপ ছিল।
عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم يوتر بثلاث... لا يسلم إلا في آخرهن هذا وتر أمير المؤمنين عمر بن الخطاب رضي الله عنه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৮১৮ | মুসলিম বাংলা