ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮১৭
বিতর আবশ্যকীয় দায়িত্ব
(৮১৭) আবু সায়ীদ রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি বিতর থেকে ঘুমিয়ে পড়বে অথবা বিতর আদায় করতে ভুলে যাবে সে যেন প্রভাত হওয়ার পরে অথবা যখন তার মনে পড়ে তখন বিতর আদায় করে।
عن أبي سعيد رضي الله عنه مرفوعا: من نام عن وتره أو نسيه فليصله إذا أصبح أو ذكره
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৮১৭ | মুসলিম বাংলা