ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮২১
তিন রাকআত বিতর, তিন রাকআত শেষ করার আগে সালাম দিবে না
(৮২১) ইবন আব্বাস রা. রাসূলুল্লাহ (ﷺ) এর তাহাজ্জুদ বা রাতের সালাতের বিবরণে বলেন, তিনি দাঁড়িয়ে দুই রাকআত সালাত আদায় করলেন। সেগুলোর কিরাআত, রুকু ও সাজদা দীর্ঘ করলেন। ....এভাবে তিনি তিনবারে ছয় রাকআত সালাত আদায় করলেন। এরপর তিনি তিন রাকআত দিয়ে বিতর আদায় করলেন।
عن عبد الله بن عباس (في صفة قيامه صلى الله عليه وسلم بالليل): ثم قام فصلى ركعتين فأطال فيهما القيام والركوع والسجود ثم انصرف... فعل ذلك ثلاث مرات ست ركعات... ثم أوتر بثلاث
